মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় একটি দেশের নাম সুলতানাত অব ওমান। যে দেশটিতে নাগরিক ও প্রবাসীদের সুযোগ সুবিধা দেওয়া হয় সমানভাবে। কে নাগরিক আর কে প্রবাসী তা বোঝার উপায় নেই। দেশটির সরকারি আইনকানুন থেকে শুরু করে সরকারের দেওয়া অনেক সুযোগ সুবিধা নাগরিকদের পাশাপাশি সমানভাবে ভোগ করতে পারেন প্রবাসীরাও।
ওমানি নাগরিকদের জীবনের যেমন মূল্যায়ন করা হয়, ঠিক তেমনিভাবে একজন প্রবাসী শ্রমিকের জীবনকেও তেমন মূল্যায়ন করা হয়। নেই কোনো ভেদাভেদ। এমনকি দেশটিতে নেই কোনো বৈষম্য। আজ দেশটির মাসিরাহ অঞ্চল থেকে একজন বাংলাদেশী প্রবাসীর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারের সাহায্যে সূর হাঁসপাতালে এনেছে দেশটির রয়্যাল এয়ার ফোর্সের একটি হেলিকপ্টার।
সোমবার এক বিবৃতিতে রয়্যাল এয়ার ফোর্স জানিয়েছে,”ওমানের রয়্যাল এয়ার ফোর্সের একটি হেলিকপ্টার গুরুতর অবস্থায় বাংলাদেশী নাগরিককে মাসিরাহ হাসপাতাল থেকে দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের সুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেশের সকল নাগরিক এবং বাসিন্দাদের সর্বসময় সেবা দিতে এয়ার ফোর্স সর্বদা প্রস্তুত বলেও জানিয়েছে রয়্যাল এয়ার ফোর্স। ভিনদেশে একজন প্রবাসীর প্রতি ওমান সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। সেইসাথে ওমান সরকারের ভুয়ুসি প্রশংসা করছেন ওমানের সকল প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post