চলমান করোনা মহামারিতে ওমান সহ গোটা বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। গত ৩ দিনে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৬০ জন। যা গত কয়েক মাসের মধ্যে নতুন রেকর্ড। রবিবার (১৯ ডিসেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ৭ দিন যাবত ঊর্ধ্বমুখী রয়েছে করোনা। তবে গত দেড় মাস যাবত দেশটিতে করোনায় মৃত নেমেছে শূন্যের কোঠায়।
এ ছাড়াও গত দুইমাস যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৮৪৩ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ১৯১ জন।
এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৩ জন। আজ হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা শূন্যের কোঠায়। বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে করোনায় চিকিৎসাধীন আছেন ৯ জন রোগী এবং আইসিইউতে আছেন ২ জন। গত ৩ দিনে নতুন সুস্থ রোগীর সংখ্যা ৬৩ জন।
এদিকে দেশটির চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ফের দেশটিতে মসজিদ, হল ও পাবলিক স্থানে বিবাহ এবং শোক উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কমিটি। বুধবার (১৫-ডিসেম্বর) এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয় কমিটি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিটি।
ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, পাবলিক সিভিল কাউন্সিলে সমস্ত অনুষ্ঠান এবং গন জমায়েতের উপর অব্যাহত নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। সেইসাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post