বিদেশে বসেই জাতীয় পরিচয় পত্র পাবেন প্রবাসীরা। প্রবাসীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দু’টি প্যাকেজ চালু করা হয়েছে। এ জন্য যারা পাসপোর্ট নবায়ন করতে চান এবং জাতীয় পরিচয় পত্র নিতে চান। তাদের এ কাজের জন্য দূতাবাসে আসতে হবে না। ঘরে বসে নিজের মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে তাদের তথ্য পাঠাবেন তারা সেখানে বসেই সেবা পাবেন।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন এজন্য একটি প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে দু’টি দেশে সেটি চালু করা হয়েছিল করোনার কারণে থেমে গেছে।
মন্ত্রী বলেন, আপনারা জানেন ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। ই-ভিসা সার্ভিসও চালু হবে। এই প্রজেক্ট আমাদের হাতে আছে। যারা প্রবাসে থাকেন দেশে আসলেই কোনো কাজের জন্য তাদের এনআইডি প্রয়োজন হয়। প্রবাসীরা যদি বিদেশে বসে পাসপোর্ট পায় তবে কেন এনআইডি পাবে না? আমরা এই প্রজেক্ট চালু করছি। শীঘ্রই প্রবাসীরা বিদেশে বসে এনআইডি সুবিধা পাবেন। এ ব্যাপারে আমরা আরো জোরালো উদ্যোগ নিতে চাই যাতে প্রবাসীরা ঘরে বসে তাদের এনআইডি পান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিমান ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য রুটে ৪০ থেকে ১ লাখ করা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে আমি বিমান প্রতিমন্ত্রীকে বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি বিষয়টি নিয়ে, সেটি হস্তক্ষেপ করে সমাধান করার জন্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post