আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী সিআইপিদের বাংলাদেশ সরকারের পক্ষথেকে সম্মাননা দেওয়া হয়েছে আজ। শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষথেকে এ সম্মাননা দেওয়া হয়।
প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, করোনার সময়ে পাসপোর্ট নিয়ে একটা জটিলতা ছিলো, তা সমাধান হয়েছে। এখন আর আগের মতো পাসপোর্ট সমস্যা নেই। তিনি প্রবাসীদের ভোটার আইডি কার্ড নিয়েও সুখবর দেন। সেইসাথে ৩০ ডিসেম্বরকে প্রবাসী দিবস ঘোষণা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান মোমেন।
এদিকে প্রবাসীদের বিমান ভাড়া প্রসঙ্গে গতকাল শুক্রবার অভিবাসন দিবস নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বিমান ভাড়া কমানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, আমি এটা নিয়ে চিল্লাতে চিল্লাতে শেষ। এ সময় তিনি প্রবাসীদের পাসপোর্ট ইস্যু নিয়েও কথা বলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post