ওমানে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত আরো সন্দেহজনক ১২ জনকে সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৪-ডিসেম্বর) ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে ওমিক্রনের নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে কথা বলার সময় দেশটির স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ বিন আহম্মদ আল সাঈদ এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রান্ত সকল বিষয় সুপ্রিম কমিটি খুব ভালোভাবে বিশ্লেষণ করছে। সম্প্রতি দেশটির বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট আইসিইউ’র রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও এই বৃদ্ধির কারণ শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার নতুন ভেরিয়্যান্ট ওমিক্রনের কারণে নয়।
এছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত হয়েও দেশের বিভিন্ন হাসপাতালে অনেক রোগী আইসিইউতে ভর্তি হয়েছেন। এরপরও নাগরিক এবং বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান ও সকল নাগরিকদের দ্রুত করোনা টিকা গ্রহণ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, “ওমানে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার পরিমাণ আগের তুলনায় অনেক কমে গিয়েছে। এছাড়াও মহামারী শুরু হওয়ার পর থেকে এখন করোনা পরিস্থিতি ও টিকা নিয়ে বিভিন্ন গুজবকে প্রতিহত করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার প্রশংসনীয়। দেশটিতে ইতিমধ্যে শুরু হয়েছে করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ। তাই যেসকল নাগরিক ও প্রবাসী এই টিকা নিতে ইচ্ছুক, তারা দ্রুত বুস্টার টিকা গ্রহণ করুণ।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post