মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে সম্মিলিত প্রয়াসে মানবপতাকা গড়েছে সিডনির বাংলাদেশি কমিউনিটি। আয়োজকদের দাবি শুধু সিডনি নয়, বিদেশের মাটিতে এটিই দেশের প্রথম মানবপতাকা যা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়।
শনিবার (১১ ডিসেম্বর) সিডনিতে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাংকসটাউনের পল কিটিং পার্কে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অল অ্যালামনাই ইভেন্ট নামের এ আয়োজনটি মূলত বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে সাজানো হয়।
বেলা বাড়তেই শুরু হয় মানবপতাকা গড়ার কাজ। স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় গঠিত হয় মানবপতাকা। অংশগ্রহণকারীরা লাল-সবুজ রঙের প্ল্যাকার্ড তুলে ধরেন। এতে ফুটে উঠে চিরচেনা লাল-সবুজের পতাকা। আয়োজকরা জানান দুইশতাধিক মানুষ এ পতাকার জন্য রেজিস্ট্রেশন করেন।
অল অ্যালামনাই ইভেন্টের বিজয় দিবস উদযাপনে অংশ নিতে যোগ দেন স্থানীয় পার্লামেন্ট মেম্বারদের কয়েকজন অতিথি। অ্যালামনাই মেম্বার ছাড়াও দেশের আরও অতিথিরাও এতে অংশ নেন।
এ আয়োজনকে সার্থক করতে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, বিদেশে বাংলাদেশিরা কতটা সংঘবদ্ধ থাকতে পারে এটা তারই উদাহরণ। এতে সবাই শ্রম দিয়েছে। বিদেশের বুকে দেশের মানবপতাকা তৈরি করা আমাদের জন্য অনন্য অর্জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post