বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে তার মার্কিন ভিসাও বাতিল করা হয়েছে। সম্প্রতি ইউএস স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠিও তাকে পাঠানো হয়েছে। এদিকে, ঢাকায় মার্কিন দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
রোববার দূতাবাসের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভিসার তথ্য ‘গোপনীয়’ এবং কারো ব্যক্তিগত ভিসার বিষয়ে তারা আলোচনা করেন না।
এদিকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার একটি প্রতিবেদন প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে; সেখানে জেনারেল আজিজকে দুর্নীতি ও অনিয়মের সাথে সংশ্লিষ্ট দেখানো হয়।
২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান জেনারেল আজিজ আহমেদ। তিন বছর দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন তিনি অবসরে যান।
সেনাপ্রধান হওয়ার আগে সেনাবাহিনীর সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন আজিজ আহমেদ। তার আগে তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন।
তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। তার আমলে বাংলাদেশ সেনাবাহিনী ৪০টি দেশে জাতিসংঘের ৫৪টি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post