শুক্রবার সহ সপ্তাহে তিনদিন সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং শারজাহ’র শাসক শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি। ফলে শুক্রবারসহ সরকারি খাতে সাপ্তাহিক ছুটি থাকছে তিন দিন।
গত ৭ ডিসেম্বর আমিরাত সরকারি কর্মসপ্তাহ সাড়ে চার দিন এবং সাপ্তাহিক ছুটি শনি ও রোববার ঘোষণার পর শারজাহ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানাল।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) শারজাহ কর্তৃপক্ষের দেওয়া ঘোষণায় বলা হয়েছে, আগামী বছরে কর্মসপ্তাহ সোম থেকে বৃহস্পতিবার চার দিন হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শারজাহর নির্বাহী পরিষদ জানায়, ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আমিরাতের প্রতিযোগিতামূলক অবস্থান বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ পদক্ষেপ।
এটি বাণিজ্যিক পরিবেশ, অর্থনীতির বাজার ও আন্তর্জাতিক অগ্রগতির সঙ্গে তাল মেলাতে সহযোগিতা করবে। সাপ্তাহিক ছুটিতে পরিবর্তনের মাধ্যমে তেলসমৃদ্ধ আরব দেশটি এখন আরববহির্ভূত দেশগুলোর সঙ্গে তাল মেলানোর উচ্চাভিলাষ দেখাচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ দেশে সাধারণত সাপ্তাহিক ছুটি শুক্রবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post