সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে করোনা পরীক্ষার স্থান পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বিমানবন্দরের কার পার্কিং ভবনের দ্বিতীয় তলায় আরটি-পিসিআর পরীক্ষা হবে।
শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা থেকে বিমানবন্দরের বহুতল কার পার্কিং-এর ছাদে করোনা পরীক্ষা শুরু হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, বিমানবন্দরের ভেতরে জায়গা সংকটের কারণে আমিরাতগামী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এমনকি ঘণ্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এজন্য বিমানবন্দরে করোনা পরীক্ষার ফল দিতে অনেক সময় দেরি হতো।
সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে হয়। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেই তাঁরা দেশটিতে যাওয়ার অনুমতি পান। এছাড়া ফ্লাইটের ৪৮ ঘন্টার মধ্যে বাইরে থেকে করোনা পরীক্ষা করাতে হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post