চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। তবে সুখবর হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে করোনা। দেশটিতে গত ২৭ দিন যাবত করোনায় কোনো মৃতের রেকর্ড নেই। রবিবার (৫-ডিসেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ৩ দিনে নতুন শনাক্তের সংখ্যা ২২ জন এবং সুস্থের সংখ্যা ১৮ জন।
গত দুইমাস যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৬০৩ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৩৯ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৩ জন।
এদিকে, বাংলাদেশে আজ বেড়েছে করোনায় নতুন শনাক্ত। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১৯৭ জন এবং মৃতের সংখ্যা ৬ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১ জন এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post