আগামী ১২ ডিসেম্বর থেকে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও রুটে চলাচল করবে মেট্রোরেল। আট সেট ট্রেন যাত্রী ছাড়া চলাচল করবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক বলেন, সেজন্য রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে। তিনি বলেন, “বিজয়ের মাসে আমরা আগারগাঁও পর্যন্ত পারফরমেন্স টেস্ট করব। সে অনুযায়ী ১২ ডিসেম্বর মেট্রো রেল আগারগাঁও পর্যন্ত আসবে।”
আগামী বছরের ডিসেম্বরে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনার কথা তুলে ধরে সিদ্দিক বলেন, “মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করা যাবে ২০২৩ সালের ডিসেম্বরে। আমরা সেভাবেই কাজ করছি। নির্ধারিত সময়েই ওই অংশ পর্যন্ত ট্রেন চলাচল করতে পারবে।”
গত (২৯) আগস্ট থেকে মেট্রোরেলের পারফরম্যান্স পরীক্ষা চলছে। ছয় মাস ধরে এ পরীক্ষা চলমান থাকবে। আগারগাঁও পর্যন্ত নয়টির মধ্যে ছয়টি স্টেশনে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। ১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশনের মধ্যে মেট্রোরেলের পারফরম্যান্স পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড।
উল্লেখ, উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটারের এমআরটি-৬ লাইনের নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। ডিএমটিসিএল এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এ প্রকল্পের সমন্বিত অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ।
ঢাকার প্রথম মেট্রোরেল লাইনের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করে দিচ্ছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম। দুই পাশে দুটি ইঞ্জিন আর চারটি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো জাপানেই তৈরি হচ্ছে। মেট্রোরেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ পর্যন্ত আট সেট ট্রেন দেশে এসেছে। এর মধ্যে সাতটি ডিপোতে পৌঁছেছে। একটি সেট এখনও মোংলা বন্দরে আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post