সৌদি আরবের পর এবার সংযুক্ত আরব আমিরাতে হানা দিয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। বৃহস্পতিবার (২-ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আফ্রিকা মহাদেশের এক নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ওই নারী কোভিড-১৯-এর ভ্যাকসিন নিয়েছিলেন। এদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ সৌদি আরবেও বুধবার ওমিক্রন শনাক্ত হয়েছে।
ওমিক্রন আতঙ্কে সাতটি দেশের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। গত সোমবার (২৩ নভেম্বর) ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. ফারিদা আল হোসাইনি জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী নতুন কোভিড-১৯-এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে কাজ করছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ ।
তিনি আরও বলেন, পূর্ব সতর্কতা হিসেবে মানুষকে মাস্ক পরিধান, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ বিষয়গুলো করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত বিস্তার রোধে কাজ করবে।
উল্লেখ্য, সর্বশেষ শনাক্ত হওয়া নতুন এ ধরন এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে বেশিবার জিনগত রূপ বদল করা সংস্করণ।
এদিকে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এখন পর্যন্ত ২৪টি দেশে শনাক্ত হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম এটি শনাক্ত হয়। এরপর এক এক করে বিশ্বের বিভিন্ন দেশে নতুন এই ধরনটি ছড়িয়ে পড়ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন প্রথম শনাক্তের পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে থাকে বিভিন্ন দেশ। এখন পর্যন্ত ৭০টি দেশ ওই অঞ্চল থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হলেও এটি প্রথম কোথায় এবং কখন উৎপত্তি হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এখন পর্যন্ত যেসব দেশে শনাক্তের খবর পাওয়া গেছে, তার মধ্যে রয়েছেঃ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, নরওয়ে, পর্তুগাল, সৌদি আরব, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত।
ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকা অঞ্চলের বেশ কয়েকটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ প্রায় ৭০টি দেশ। যদিও এরই মধ্যে ২৩টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। যেসব ব্যক্তিদের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে তাদের অধিকাংশই সম্প্রতি আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে ভ্রমণের ইতিহাস রয়েছে।
এদিকে, করোনার নতুন এ ভ্যারিয়েন্ট রুখতে ঝুঁকি না নিয়ে আগেভাগেই বিদেশি পর্যটকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো সিকিম সরকার। গত ৩০ নভেম্বর সিকিম সরকারের স্বরাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, প্রাথমিক পাওয়া তথ্য-প্রমাণ দেখে সংস্থাটি মনে করছে, ওমিক্রনে পুনর্সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। আর বিজ্ঞানীরা বলেছেন, করোনার বিদ্যমান টিকায় বার বার রূপ বদল করা এই ধরনটি কেমন প্রভাব ফেলবে তা জানার জন্য তিন সপ্তাহ সময় লাগবে।
সংস্থাটি বলেছে, এখন পর্যন্ত ওমিক্রনে সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি। তবে এই ধরনটির ক্ষেত্রে করোনা টিকা এবং ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে শরীরে যে ইমিউনিটি তৈরি হয়েছে তা কার্যকর হবে কিনা তা জানতে আরও গবেষণার প্রয়োজন আছে। ওমিক্রনে নজিরবিহীন স্পাইক মিউটেশন ঘটেছে। কিছু কিছু ক্ষেত্রে এই পরিবর্তন এমন যে তা পুরো মহামারীর গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। সব মিলিয়ে বলা যায়, এটির বৈশ্বিক ঝুঁকি খুব বেশি।
এদিকে, বাংলাদেশে করোনার নতুন এই ধরনের কারণে পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, তবে এখনো আমাদের এ জাতীয় পরিকল্পনা নেই। আমরা চাই ধারাবাহিক প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকুক। আজ বৃহস্পতিবার রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post