ইউরোপের বেশ কয়েকটি দেশের মতো পর্তুগালে ও করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। পর্তুগালের স্বাস্থ্য কর্তৃপক্ষ ডিজিএস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত ১৩ জনকে শনাক্ত করা হয়েছে। তবে তাদের ধারণা সংখ্যাটি আরও বাড়তে পারে।
এখন পর্যন্ত ‘ওমিক্রন’ শনাক্ত সবাই লিসবন-ভিত্তিক বেলেনেনসেস এসএডি ফুটবল দলের খেলোয়াড় এবং স্টাফ সদস্য। তাদের মধ্যে একজন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন। এদিকে, ভাইরাসটির বিস্তার ঠেকাতে ইতিমধ্যে নানা কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে পর্তুগাল সরকার। ফলে অনেকটা আতঙ্কে রয়েছেন পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
এর মধ্যে এই সপ্তাহেই পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে অস্ট্রিয়া টিকা না নেওয়া লোকদের জন্য লকডাউন শুরু করেছে। অপর দিকে, টিকা দেওয়া পূর্ণ হয়েছে এমনটি বিবেচনা করতে শিগগিরই তাদের নাগরিকদের জন্য বুস্টার ডোজ বাধ্যতামূলক করতে পারে ফ্রান্স, জার্মানি ও গ্রিসসহ কয়েকটি দেশ।
কিন্তু ইউরোপের বেশ কয়েকটি দেশেই নতুন বিধিনিষেধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখা গেছে। নেদারল্যান্ডসে আংশিক লকডাউন জারি করার পর থেকে টানা কয়েক রাত ধরে দাঙ্গা হয়েছে। বাড়তে থাকা সংক্রমণ মোকাবেলায় দেওয়া নতুন বিধিনিষেধের বিরুদ্ধে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও ইতালিতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, তাদের হিসাব অনুযায়ী ইউরোপ অঞ্চলে মৃত্যুর প্রধান কারণ কোভিড-১৯।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post