আপত্তিকর কাজে জড়িত থাকার অপরাধে ওমানে এক নারী সহ আট প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ওমানের উত্তর আল বাতিনা প্রদেশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা সকলেই এশিয়ান নাগরিক জানালেও তারা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
এদিকে, ওমানের মুসান্দাম প্রদেশে দুই মাদক চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড পুলিশ। আটককৃত এই দুই মাদক চোরাচালানকারীও এশিয়ান নাগরিক। তাদের থেকে প্রায় ৫০০ কেজি বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।
পৃথক এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, “মুসান্দাম প্রদেশে দুই প্রবাসী চোরাচালানকারীকে আটক করা হয়। আটককৃতরা অবৈধ উপায়ে ওমানে প্রবেশের চেষ্টা করছিলো। এসময় তাদের থেকে প্রচুর পরিমাণে মাদক জব্দ করা হয়।
এদিকে, ধোফার প্রদেশে ভিক্ষাবৃত্তিসহ আইন লঙ্ঘনের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরওপি জানিয়েছে, “ধোফার প্রদেশে ছয় প্রবাসী নাগরিক আইন লঙ্ঘন করে ভিক্ষা পেশায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃত সকলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post