বিয়ের পোশাকে পরীক্ষার হলে গিয়ে আলোচনায় এসেছেন সৌদি আরবের এক হাইস্কুলের ছাত্র। গালফ নিউজ গতকাল বুধবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতার মাঝেই আনন্দ আর ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে লিখিত পরীক্ষা দিতে স্কুলে এসেছিলেন ওই ছাত্র। এ সময় তার পরনে ছিল সৌদি আরবের ঐহিত্যবাহী বিয়ের পোশাক বিশত আবায়া খবর গালফ নিউজ।
মোহাম্মদ বিন ফাহাদ আল লাইলি নামে ওই ছাত্রের বিয়ে আর পরীক্ষা একই দিনে পড়ে। কিন্তু তিনি দুই দিকই সামলে বিয়ের অনুষ্ঠানের মাঝেই পরীক্ষা দিতে আসেন। বিশত আবায়া পরে ফাহাদকে তার স্কুলে এবং পরীক্ষার হলে প্রবেশ করতে দেখা যায়।
ফাহাদ স্থানীয় আল আকবারিয়া টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আজ আমার তাফসীর পরীক্ষা। আমি খুব আশাবাদী। সব কিছু ভালোই হবে ইনশাআল্লাহ। আমি বিয়ে এবং পরীক্ষা, দুইটাতেই সফল হবো। পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গেই তিনি বিয়ের আসরে চলে যান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post