সম্প্রতি ওমান সিভিল সার্ভিস কাউন্সিল ঘোষণা করেছে যে, এখন থেকে ওমানের সরকারী খাতে কাজ করার জন্য যাদের নিয়োগ দেওয়া হবে তাদের জন্য নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে। রেজুলেশনের আর্টিকেল ৩/২০২০ অনুসারে, নতুন কর্মচারীদের যে বেতন দেওয়া হবে তা ওমানি সিভিল কর্মীদের বেতন কাঠামোর অংশ হিসাবে তাদের যে পেশাদার ডিগ্রি রয়েছে সেই অনুযায়ী নির্ধারণ করা হবে।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা যেভাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন
রেজুলেশনের আর্টিকেল ১ অনুসারে, এখন থেকে নিম্নমানের সরকারি চাকরীতেও একাডেমেকিক যোগ্যতা যাচাই করা হবে। অর্থাৎ নতুন করে সরকারী চাকরিতে নিয়োগ করা হবে প্রাতিষ্ঠানিক যোগ্যতার ভিত্তিতে। এছাড়াও নির্দিষ্ট গ্রেড অনুযায়ী বেতন কাঠামো তৈরি করা হবে। এতদিন অনুচ্ছেদ ২ অনুযায়ী বেতন কাঠামো ও চাকরীতে নিয়োগ পদ্ধতি চালু ছিলও। এখন থেকে অনুচ্ছেদ ৩ অনুযায়ী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। অতিদ্রুত দেশটিতে অনুচ্ছেদ ৩ গেজেট আকারে প্রকাশিত হবে এবং গেজেট প্রকাশের তারিখ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post