ওমানের ৫১ তম জাতীয় দিবস উপলক্ষে এক প্রজ্ঞাপন জারী করেছে দেশটির ট্রাফিক বিভাগের মহাপরিচালক। প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার ৮ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দেশটির নাগরিক এবং প্রবাসীদের তাদের যানবাহনে ওমানের জাতীয় স্টিকার লাগানোর অনুমতি দেওয়া হয়েছে।
তবে গাড়িতে স্টিকার লাগানোর জন্য নিম্নলিখিত নিয়ম মেনে চলতে হবে নাগরিক ও প্রবাসীদের। নিয়মগুলোর মধ্যে রয়েছে:
১- স্টিকারগুলো ভালোভাবে লাগাতে হবে। যেনো উঠে না যায়।
২- স্টিকারগুলি গাড়ির সামনের এবং পাশের জানালায় লাগাতে হবে। অবশ্যই কোনো স্টিকার নম্বর প্লেট বা গাড়ীর হেডলাইটের উপরে লাগানো যাবে না।
৩- স্টিকার কোনো কাপড়ে বেঁধে রাখা যাবে না এবং ইঞ্জিন কভারেও লাগানো যাবে না।
৪- স্টিকারে কোনো আপত্তিকর বা অনৈতিক বক্তব্য ব্যবহার করা যাবে না।
৫-যানবাহনের অপরিশোধিত সামগ্রীতে স্টিকার ব্যবহার করা যাবে না এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে।
৬- কোনো পোস্টার ব্যবহার করলে তাতে শুধুমাত্র ছবি বা বাক্যাংশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।
৭-স্টিকার হিসাবে মুকুট বা ড্যাগারের প্রতীক রাখা যাবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post