প্রবাসীদের দোর গোড়ায় দূতাবাসের সেবা পৌঁছে দিতে এবার ওমানের সালালাহ যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের একটি টিম। রবিবার (৭-নভেম্বর) এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, আগামী ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মোট ৩ দিনের জন্য দূতাবাসের একটি কনস্যুলার টিম সালালাহ যাবেন।
অত্র অঞ্চলে বসবাসরত প্রবাসীদের ডিজিটাল পাসপোর্টের আবেদন গ্রহণ এবং নবায়ন সহ সকল ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হবে। এ ছাড়াও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে দূতাবাসের এই টিম।
সালালাহ আকিল মসজিদের পাশে অবস্থিত হোটেল ইউনাইটেড ড্রিমস থেকে ১২ এবং ১৩ তারিখ প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা নাগাদ চলবে এই কার্যক্রম। এ ছাড়াও ১৪ তারিখ সকাল ৯টা থেকে দুপুর ১টা নাগাদ এই সেবা প্রদান করার কথা জানিয়েছে দূতাবাস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post