বর্তমানে ওমানের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এরইমধ্যেই দেশটির সকল নাগরিকদের দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার। করোনা নিয়ন্ত্রণে দেশটির পর্যটন খাতের সকল হোটেল ও কটেজকে সুপ্রিম কমিটির দেওয়া সর্তকতামূলক ব্যবস্থা মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে দেশটির ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “সম্প্রতি লক্ষ্য করা গিয়েছে, দেশটির অনেক হোটেল ও কটেজে করোনা নিয়ন্ত্রণে সঠিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলছে না। তাই, মন্ত্রণালয় সকল হোটেল ও পর্যটন প্রতিষ্ঠানকে,
করোনা বিস্তার রোধে সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যসর্তকতা মেনে চলার নির্দেশ দিয়েছে। এছাড়াও করোনা সংক্রমণ রোধে হোটেলের রেস্তোরাঁ, হলরুম ও অন্যান্য জায়গায় ৫০ শতাংশের বেশি পর্যটক উপস্থিত না হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post