ওমানের ৫১ তম মহান জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছেন দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারেক। রবিবার (৭-নভেম্বর) ওমান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২৮ এবং ২৯ নভেম্বর জাতীয় দিবস উপলক্ষে দুইদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই দুইদিন দেশটির সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে, ওমানে সপ্তম মেয়াদে স্টেট কাউন্সিলের তৃতীয় বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারিকের নির্দেশে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ আবদুল মালিক বিন আবদুল্লাহ আল খলিলি।
অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দেশের উন্নয়নে আমাদের সকল সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। দেশের শিক্ষা খাতে উন্নয়নের গবেষণা খাতকে আরো মূল্যায়ন করা দরকার। এছাড়া ওমানের ৫০ বছর ধরে ক্রমাগত উন্নয়ন প্রক্রিয়া আরো সামনের দিকে এগিয়ে যেতে সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া করেন তিনি।” অধিবেশনে সকল বক্তা দেশের উন্নয়নে সুলতান হাইতাম বিন তারিকের দৃঢ় সংকল্প, চিন্তাভাবনা ও নেতৃত্বের প্রশংসা করেন। একইসাথে দেশের উন্নয়নে সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া জানান তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post