সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী বক্তব্য আপলোড করে মালয়েশিয়ায় গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশি। শুক্রবার (৫ নভেম্বর) দেশটির জহুরবারু জালান ক্যাম্পাস বাটু ৭১/২, জালান বাকরি মুয়ার থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় ২৯ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
জহুরবারুর পুলিশ প্রধান দাতুক আয়োব খান মাইডিন পিচায় বলেছেন, হিন্দু-মুসলিম ও দীপাবলি উৎসব নিয়ে বর্ণবাদী বক্তব্যনির্ভর একটি ভিডিও গ্রেফতার ওই ব্যক্তির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশে এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়ার পর শুক্রবার মুয়ার জেলা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে গতকাল শনিবার (৬ নভেম্বর) লারকিন পিপলস হাউজিং প্রজেক্টে (পিপিআর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তদন্তে দেখা গেছে, গ্রেফতার বাংলাদেশির মালয়েশিয়ায় থাকার কোনো বৈধ কাগজপত্র নেই।
আইয়োব খান বলেন, গ্রেফতার ব্যক্তিকে আরও তদন্তের জন্য ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং দণ্ডবিধির ৫০৫-এর অধীনে তদন্ত করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে তার দুই বছরের জেল, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলেও জানান জহুরবারুর পুলিশ প্রধান।
https://www.youtube.com/watch?v=pDto0NEXtNo
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post