আর কয়েকদিন বাকি মুসলমানের সবচেয়ে খুশির দিন ঈদ-উল-ফিতর। এই দিনকে কেন্দ্র করে ওমানে আবারও জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিনটিতে সবাই চায় তার প্রিয়জন বা কাছের মানুষের সাথে পালন করতে। তাই করোনাভাইরাস মোকাবেলায় ওমানে এই দিনটিতে জমায়েত এড়ানোর নির্দেশ দিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
“জনগণকে একে অপরের থেকে দূরে থাকতে হবে এবং সম্ভাব্য সকল ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যথেষ্ট সচেতন হওয়া উচিত” কোভিড -১৯ নিয়ে সুপ্রিম কমিটির বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। সাম্প্রতিক কোভিড -১৯ এর সংখ্যা দেশটিতে বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ হিসেবে সুপ্রিম কমিটি বলছে যে, কিছুদিনের মধ্যে দেশটিতে বেশ কয়েকটি বড় জমায়েত হয়েছে। এরপর থেকেই ওমানে কোভিড-১৯’র রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ আল সাইদী বলেন, “ওমানে জনসমাবেশ এখনও বিদ্যমান এবং সরকার বারবার আহ্বান করা সত্ত্বেও সামাজিক দূরত্ব ঠিকভাবে মানছেন না কেউ।” তিনি আরও বলেন, “দুঃখের বিষয়, কিছু লোক এখনও সামাজিক দূরত্ব মানছেন না। এছাড়াও ইফতারের জন্য বিশাল সমাবেশ করছেন যা সামাজিক দূরত্বের সম্পূর্ণ লঙ্ঘন।”
আরও পড়ুনঃ ৭ম-পর্ব, সোমবার, রাত ৯টার প্রতিযোগীদের তালিকা
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) গত শনিবার সামাজিক দূরত্ব না মেনে সমাবেশ করায় দেশটির শারকিয়াহ অঞ্চল থেকে কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আরওপি জানিয়েছে, “আমরা সামাজিক জমায়েত সম্পর্কে চব্বিশ ঘণ্টা সর্তক আছি। এ জাতীয় মামলাগুলি তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনও অপরাধী ছাড় পাবেন না। এছাড়াও পরিবারের সুরক্ষা বিবেচনায় রমজান মাস ও ঈদ-উল-ফিতরে সকল ধরনের সমাবেশ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post