ফিশিং পদ্ধতিতে সাইবার জালিয়াতি থেকে সকল নাগরিক ও প্রবাসীদের সর্তক থাকার নির্দেশ দিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, সাইবার জালিয়াতির নতুন এই পদ্ধতি অপরাধীরা,
বিভিন্ন উপায়ে ব্যবহারকারীদের ওটিপি কোড ব্যবহার করতে সক্ষম হচ্ছে। তাই কোনো অপরিচিত নাম্বার বা ইমেইলে কোনো খুদে বার্তা বা কল আসলে ব্যবহারকারীদের তা সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
রয়্যাল ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, “নতুন কৌশলের মাধ্যমে অপরাধীরা মোবাইল বা ইমেইলের মাধ্যমে বিভিন্ন লোভনীয় অফার পাঠাচ্ছে ব্যবহারকারীদের। এই ধরণের অফারের ফাঁদে পরে প্রতারণার শিকার হচ্ছে ব্যবহারকারীরা।
অতএব নাগরিক ও প্রবাসীদের সাইবার জালিয়াতি থেকে নিজেদের আর্থিক অ্যাকাউন্টকে নিরাপদ রাখার জন্য কোনো প্রকার অপরিচিত বার্তা বা ফোনকলে সাড়া প্রদান না করার জন্য আহ্বান জানানো হয়েছে।”
https://www.youtube.com/watch?v=pDto0NEXtNo
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post