দুঃস্বপ্নের প্রহরও একটা সময় শেষ হয়। অনেক প্রতীক্ষা শেষে হেসে ওঠে সাফল্যের সূর্য। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যেন অমানিশার অন্ধকার! কিছুতেই কিছু হচ্ছে না। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে টপকে গেলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।
২৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ছিলেন অলরাউন্ডার সাকিব। সদ্য প্রকাশিত রাঙ্কিংয়ে সাকিব ও মোহাম্মদ নবীর দুজনেরই পয়েন্ট ২৭১। কিন্তু ভগ্নাংশের হিসেবে আফগান অধিনায়ক এগিয়ে থাকায় দুই নম্বরে নেমে যেতে হলো এবারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সাকিবকে।
আফগান অলরাউন্ডার এই বিশ্বকাপে সুপার টুয়েলভে দারুণ পারফরমেন্স তাকে শীর্ষ অবস্থানে নিয়ে গিয়েছে। পাকিস্তানের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে ৩৫ রানের দারুণ ইনিংস খেলেন এবং বল হাতে পাকিস্তানের মারকুটে ব্যাটার ফাখার জামানের উইকেট নেন। নামিবিয়ার সঙ্গেও ব্যাট হাতে ১৭ বলে দুর্দান্ত ৩২ রান করেন এই ডানহাতি ব্যাটার।
অন্যদিকে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন সাকিব। সুপার টুয়েলভে পারফরমেন্স তেমন আশানুরূপ হয়নি। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েন এই টাইগার অল রাউন্ডার। এর আগে, গত বুধবার আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলে এক নম্বর স্থান দখল করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আইসিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছিল।
এদিকে এবারের খেলায় প্রবাসী দর্শকরা স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে মাঠে আসছেন, আর ম্যাচ শেষে ফিরছেন এক বুক হতাশা নিয়ে। মাঠ পাল্টাচ্ছে, প্রতিপক্ষ বদলাচ্ছে; বাংলাদেশ দল আছে হারের বৃত্তেই।
মধ্যপ্রাচ্যের মরুর শহরে এসে চোরাবালিতে ডুবে গেছে বাংলাদেশ ক্রিকেট। সেমিফাইনাল থেকে দল ছিটকে গিয়েছিল আগেই। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছেও হারল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post