বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবা ক্রমে শিথিল হলেও দেশে দেশে ফের বাড়ছে সংক্রমণ এবং মৃতের সংখ্যা। বিশ্বের অন্যান্য দেশের মতো ওমানেও সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। বুধবার (৩-নভেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১০ জন এবং মারা গেছেন ১ জন।
গতকালের তুলনায় আজ সংক্রমণ বেড়েছে ১ জন এবং মৃতের সংখ্যাও বেড়েছে একজন। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহ যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। ইতিমধ্যেই দেশটির অধিকাংশ হাঁসপাতাল করোনা রোগী মুক্ত ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়াও কমতে শুরু করেছে আইসিইউতে রোগীর সংখ্যা। দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৩১৮ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৬৭০ জন। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১২ জন এবং আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ৭ জন।
এদিকে,জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বকে করোনার বিরুদ্ধে সচেতন হবার আহ্বান জানিয়েছেন দেশটির কূটনীতিক সুলতান বিন মোহাম্মদ আল ফাজারি। তিনি তার বক্তব্যে বলেন, “আশা করা যাচ্ছে ওমান শীঘ্রই করোনা মোকাবেলায় সফল হবে। তবে বিশ্ববাসীকে মনে রাখতে হবে করোনা ভাইরাস খুব শীঘ্রই পৃথিবী ছেড়ে যাবে না। তাই সকল দেশকে করোনা সর্তকতায় কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আল ফাজারি।
এদিকে বাংলাদেশে ইতিমধ্যেই করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে এসেছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে ইতিমধ্যে দেশের চারটি জেলায় করোনা সংক্রমণের হার শূন্যের কোটায় চলে এসেছে। বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক ওয়েবসাইটে হালনাগাদ করা তথ্যে বিষয়টি জানানো হয়েছে। শূন্যের কোটায় আসা জেলাগুলো হলো- লালমনিরহাট, নেত্রকোনা, সাতক্ষীরা ও বরগুনা।
এদিকে গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক পর্যায়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এ সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ছয় হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজারের বেশি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ লাখ ২৭ হাজার ৭৯৩ জনে দাঁড়ালো।
আগের দিনের চেয়ে দৈনিক শনাক্তও বেড়েছে ৩৫ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে তিন লাখ ৬৮ হাজার ৪১৮ জন নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২৪ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৮৮৭ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post