ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত যেসকল এলাকায় সরাসরি ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি সেই এলাকাগুলোতে ত্রাণ নেওয়ার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করেছে দেশটির সমাজ কল্যাণ মন্ত্রণালয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে আগামী তিনদিন অনলাইনের মাধ্যমে ত্রাণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন ক্ষতিগ্রস্ত এলাকার নাগরিকরা।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “দেশটির উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ প্রদেশে ঘূর্ণিঝড় শাহীনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রদেশগুলোর অনেক এলাকায় সরাসরি ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। তাই যারা এখনো ত্রাণ পাননি তারা অনলাইনের মাধ্যমে ত্রাণের জন্য আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় আবেদনকারীদের বিভিন্ন উপায়ে ত্রাণ তাদের বাড়িতে পৌঁছে দিবে। আবেদনের লিংক (https://www.mosd.gov.om/index.php/en/Shaheen)
এদিকে ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার নাগরিক ও প্রবাসীদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। দেশটির donate.om পোর্টালের পরিসংখ্যান অনুযায়ী, গত ৩১ শে অক্টোবর পর্যন্ত ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২৪ হাজার ৬৫৫ জন ব্যক্তির মাঝে প্রায় ৬ লাখ ৭৮ হাজার ৭৪২ ওমানি রিয়াল অনুদান প্রদান করা হয়েছে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকার সমপরিমাণ অর্থ।
এছাড়াও প্রায় ৯ লাখ ওমানি রিয়াল অনুদান এসেছে জাকাহ ক্যাম্পেইনের মাধ্যমে। বিভিন্ন দেশিয় ও আন্তর্জাতিক দাতব্য সংস্থার সহযোগীতায় বিপুল পরিমাণে অনুদান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন দেশটির ত্রাণ অভিযান কর্তৃপক্ষ। আর্থিক অনুদানের পাশাপাশি শাহীনে ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য জামাকাপড়, গৃহস্থালি জিনিসপত্র, খাবার, স্কুল ব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পত্র প্রদান করা হয়েছে।
স্থানীয় সামাজিক উন্নয়ন অধিদপ্তরের সাথে কাজ করা সাওসান বিনতে সৌদ আল ইয়াকুবি বলেন “আমরা ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত এলাকার নাগরিক ও প্রবাসী নির্বিশেষে সকল নাগরিকদের সাহায্য কাজ করছি আমরা। নাগরিকদের যখন আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছিল, আমরা নিশ্চিত করেছিলাম যে তাদের অস্থায়ী বাসস্থান অনেক আরামদায়ক হবে। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তায় আমরা সর্বাত্মক কাজ করছি।”
তিনি আরো বলেন,“শাহীনের ত্রাণ কমিটির মূল দায়িত্ব হলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়োজিত দাতব্য সংস্থাগুলোর কাজ তদারকি করা। পাশাপাশি প্রয়োজনীয় লোকদের সহায়তা সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকি করা।
যেসকল দাতব্য সংস্থা এখনো আর্থিক অনুদান সংগ্রহ করছে তারা হলেন ওমান চ্যারিটেবল অর্গানাইজেশন, দার আল আত্তা, নিদা চ্যারিটি এবং মাদারহুড অ্যান্ড চিলড্রেন। কোনো ব্যক্তি যদি অনুদান প্রদান করতে চান তাহলে এই সংস্থাগুলোতে অনুদান প্রদান করতে পারবেন। আশা করছি আপনাদের সাহায্য সহযোগীতায় আমরা ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত সকল নাগরিকদের সহযোগীতা অব্যাহত রাখবো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post