ওমানের সালালাহ অঞ্চলে ফের ভূমিকম্পের ঘটনা ঘটেছে। শনিবার সকালে সালালাহ শহর থেকে ১৯৬ কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হবার খবর জানিয়েছে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। এবারের ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ২.৪।
আজ এক বিবৃতিতে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, “শনিবার স্থানীয় সময় সকাল ৭.৪৭ মিনিটে আরব সাগরে ১০ মিটার গভীরতায় রিখটার স্কেলে ২.৪ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পটি ধোফার প্রদেশের সালালাহ শহর থেকে ১৯৬ কিলোমিটার দূরে ছিল।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সালালাহ শহর থেকে ২৩৯ কিলোমিটার দূরে আরব সাগরে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিলো। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৩.৯। এভাবে ঘনঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় বেশ চিন্তিত ধোফার পৌরসভা। এভাবে ভূমিকম্প বেড়ে যাওয়ার আসল কারণ বের করতে কাজ করছে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post