গুরুতর অসুস্থ এক প্রবাসীকে জরুরী হেলিকপ্টারের সাহায্যে হাঁসপাতালে নিয়ে ভর্তি করলো ওমানের রয়্যাল এয়ার ফোর্স। আজ শনিবার দেশটির সাগর পারাপারের সময় উক্ত প্রবাসী হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাৎক্ষনিক তাকে হেলিকপ্টারের সাহায্যে উন্নত চিকিৎসার জন্য সালালাহ’র সুলতান কাবুস হাসপাতালে নিয়ে আসার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আহত উক্ত প্রবাসী চিলি দেশের নাগরিক বলে জানানো হয়েছে। বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, উক্ত প্রবাসী জাহাজে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে জাহাজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতেও তিনি সুস্থ না হলে তাৎক্ষনিক তাকে উন্নত চিকিৎসার জন্য সালালার সুলতান কাবুস হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে, প্রবাসীদের প্রতি ওমান সরকারের এমন ভূমিকার ভুয়ুসি প্রশংসা করেছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post