ওমানের জেনারেল রিজার্ভ তহবিলের ৩১ শতাংশ শেয়ারের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্লাস পয়েন্ট সোলার কোম্পানির সাথে সকল মালিকানা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এক বিবৃতিতে বলা হয়েছে যে, তেল ও গ্যাসের দাম দ্রুত কমে যাওয়ায় কোম্পানির তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ওমান নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে, গ্লাস পয়েন্ট সোলার কোম্পানির তলব-করণ ও ওমানে তার শেয়ারের ৩১ শতাংশের মালিকানা রয়েছে সেটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম দ্রুত কমে যাওয়ায় ও করোনাভাইরাস মহামারীর কারণে দেশে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে। যার নেতিবাচক প্রভাব বিশ্বব্যাপী ও স্থানীয় বিভিন্ন সেক্টরে প্রতিফলিত হয়েছে।”
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা যেভাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ওমানে তেল কোম্পানির অংশীদারিত্বের সাথে এই প্রকল্পের উন্নয়নে বিভিন্ন ভাবে প্রযুক্তির ব্যবহার সফলভাবে অর্জন করা সম্ভব হয়েছিল। যা সৌর শক্তি উৎপাদন, প্রাকৃতিক গ্যাস উৎপাদনের খরচ কমে আসতো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post