দক্ষিণ ইউরোপের ক্ষুদ্র দেশ মালটায় প্রায় ২০ হাজারের বেশি দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এর জন্য ভিসা প্রসেসিং, আনুষঙ্গিক ফাইল চার্জ এবং যাতায়াত ভাড়াসহ সর্বোচ্চ দুই লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। গত শনিবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এদিকে ইউরোপে শ্রমিক পাঠানোর সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু দালালচক্র মানবপাচারে জড়িত হচ্ছে। এসব পাচারকারীদের দিকে সতর্ক দৃষ্টি ও খেয়াল রাখতে হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। ইতিমধ্যে দালালচক্রের খপ্পরে পড়ে মালটায় যাওয়া ১৬৫ বাংলাদেশি বন্দী হয়েছেন।
সংবাদ সম্মেলনে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফখরুল আকম সেলিম বলেন, বিগত দিনে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ সৃষ্টি হলেও কিছু অসাধু চক্রের অনৈতিক কার্যকলাপের ফলে সেই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হয়নি।
তাই মালটায় এখন দক্ষ শ্রমিক প্রেরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন কোনোভাবেই আবারও একই অসাধু চক্রের কারণে হাতছাড়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post