ওমানে ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গৃহস্থালি কাজে ও পানি পান করার উদ্দেশ্যে কূপের পানি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি সেন্টার (এফএসকিউসি) এই নির্দেশ প্রদান করেছে।
এফএসকিউসি জানিয়েছে,”ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত এলাকার পানির নমুনা সংগ্রহ ও পরীক্ষা চলছে। তাই এই পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত নিরাপত্তা স্বার্থে কূপের পানি পান ও গৃহস্থালি কাজে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা মেনে চলাতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।”
সেন্ট্রাল ফুড সেফটি ল্যাবরেটরির বিশেষজ্ঞরা বলেন,” জলসম্পদ বিভাগের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন কূপ ও নাগরিকদের বাড়ি থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পানি দূষিত কিনা সেটি নিশ্চিত করতে চলছে পরীক্ষা। আশা করা যাচ্ছে খুব-দ্রুতই পরীক্ষার ফলাফল জানা যাবে।”
এদিকে, ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্নির্মাণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যেতে দেশ জুড়ে হাজার হাজার স্বেচ্ছাসেবকদের সাহায্য, সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগীতা ও নিরাপত্তা বাহিনীর অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেছে ত্রাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ” সকলের সহযোগী ছাড়া আমরা এতো দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্নির্মাণের কাজ শেষ করতে পারতাম না। আশা করা যাচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকার সকল নাগরিক দ্রুত স্বাভাবিক জীবন ফিরে আসতে পারবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post