মাস্কাট পৌরসভার আল মাওয়ালেহ কেন্দ্রীয় সবজি ও ফলের দোকান খোলার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে এই বাজার।
মাস্কাট পৌরসভা জানিয়েছে,” বাজারের ব্যবসায়ীদের অবস্থা বিবেচনা করে ও খুচরা বাজারের বিক্রয় আরো তরান্বিত করতে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌরসভা নিয়ন্ত্রক ও করোনায় সতর্কতামূলক ব্যবস্থা মেনে সকল গ্রাহকদের বাজারে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্রেতাদের বাজারের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। যেখানে গ্রাহকদের জন্য ইনডোর এবং আউটডোর পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে। ৩ টন বা তার বেশি ওজনের ট্রাক বাজারের ১ নম্বর এবং যানবাহনের জন্য ১নং গেট নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post