ওমানে ১০ বছর বা তার বেশি বয়সী ওমানি নাগরিক ও প্রবাসীদের আইডি কার্ড বা আবাসিক কার্ড তৈরি বাধ্যতামূলক করার সিধান্ত নিয়েছে দেশটির সরকার। এছাড়াও কোনো নাগরিক যদি সময় মতো কার্ড তৈরি করতে না পারে তাহলে তাকে গুনতে হবে ৫ ওমানি রিয়াল জরিমানা।
রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, “সিভিল স্ট্যাটাস আইন নতুন করে সংশোধন করা হয়েছে। এই আইনে কোনো ওমানি নাগরিক বা প্রবাসীর বয়স ১০ বছর বা তার বেশি হলেই ৩০ দিনের মধ্যে আইডি ও আবাসিক কার্ড তৈরি করতে হবে। যদি কোনো ব্যাক্তি কার্ড তৈরি করতে না পারে তাহলে তাকে জরিমানা করার বিধান কার্যকর করা হয়েছে।
কার্ডটি তৈরি করতে যে সকল কাগজ পত্র প্রয়োজন সেগুলো হলো:
আইডি কার্ডের জন্য:
১- মূল জন্ম সনদ।
২- পিতামাতার আসল আইডি কার্ড।
৩- ওমানি নাগরিকত্বের সার্টিফিকেট।
আবাসিক কার্ড:
১.আসল পাসপোর্ট।
২.উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর।
এছাড়াও মহাপরিচালকের নির্ধারিত প্রবিধান অনুসারে ওমানিদের জন্য সরকারী পোশাক ও বিদেশি কর্মীদের উপযুক্ত পোশাকে একটি ছবি সহ কার্ডটি প্রদান করতে হবে।
নতুন আইনের অনুচ্ছেদ ২১ এ বলা হয়েছে: “ওমানি ব্যাক্তিদের কার্ডটি পাঁচ বছরের জন্য এবং প্রবাসীদের আবাসিক কার্ড ইস্যু বা পুনর্নবীকরণের তারিখ থেকে তিন বছর পর্যন্ত বৈধ থাকবে। পরিচয়পত্র ইস্যু ও নবায়ন করতে ওমানি ও প্রবাসী নাগরিকদের ৫ ওমানি রিয়াল প্রদান করতে হবে। এছাড়াও হারানো কার্ড আবার ইস্যু করার জন্য ওমানি নাগরিকদের ১০ ওমানি রিয়াল ও প্রবাসী ২০ ওমানি রিয়াল প্রদান করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post