ওমানের বিভিন্ন খাতে শূন্যে পদে নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিকের নির্দেশনা বাস্তবায়নে নতুন এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নতুন ঘোষণায় ৫৮৭টি পদে চাকরির কথা বলা হয়েছে। এছাড়াও প্রবাসী কর্মীদের প্রতিস্থাপনের মাধ্যমে ২১১ টি পদ ও ৩১৬ টি পদে উচ্চ স্তরে চাকরী প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষিত এই শূন্যে পদে চাকরীর জন্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাস্টার্স ও ব্যাচেলর ডিগ্রিধারীদের জন্য ৭৪৬ টি পদ, জেনারেল এডুকেশন ডিপ্লোমা ধারীদের ১০৯ টি পদ, জিইডি ধারকদের ৫৬ টি পদ এবং কারিগরি ও আনুষঙ্গিক পরিষেবার জন্য ১৯২ টি পদ ঘোষণা করা হয়েছে।
মন্ত্রণালয় আগামী এক মাসের মধ্যেই এইসব শূন্যে পদে কর্মী নিয়োগ দিবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আগ্রহীদের দ্রুত মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে চাকরির জন্য আবেদন করে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। বিশেষকরে দেশটির বড় প্রতিষ্ঠানে যেসব প্রবাসী ভালো পোষ্টে কাজ করছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে। প্রবাসী কর্মীদের প্রতিস্থাপনের বিষয়ে ওমান সরকারের এমন সিদ্ধান্তে চাকরি হারাবেন অনেক প্রবাসী এমনটি মনে করছেন অভিভাষণ বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post