করোনা নিয়ন্ত্রণে বেশ সফলতা দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে ক্রমান্বয়ে কমছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। মঙ্গলবার (২০-অক্টোবর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৩৫ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৪৬ জন। মারা গিয়েছেন ১ জন
বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। করোনা রোগিমুক্ত হচ্ছে দেশটির অধিকাংশ হাঁসপাতাল। নতুন ভর্তি রোগীর সংখ্যাও কমেছে অনেক। আর মাত্র দেড় শতাংশ রোগী সুস্থ হলেই শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে দেশটির করোনা।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী আজও নতুন মৃতের সংখ্যা একজন এবং গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ২ জন।
বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ১৩ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৩৮২ জন। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১০৪ জন।
এদিকে এখন থেকে ওমানে প্রবাসীদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “তারাসুদ প্লাস অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে প্রবাসীরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ করতে পারবে। ভ্যাকসিন নিবন্ধনের লিঙ্ক Covid19.moh.gov.om ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।
অপরদিকে আজ বাংলাদেশে বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৩৭ জন।
সেইসাথে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৫১৮ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post