বিশ্বব্যাপী কমছে মহামারী করোনার সংক্রমণ। স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। পূর্বের অবস্থায় রূপ নিচ্ছে ধর্মীয় উপসানলয় সহ সকল প্রতিষ্ঠান।
বর্তমানে কুয়েতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিথিল করা হয়েছে বিধিনিষেধ। মসজিদে সামাজিক দূরত্বের অবসান, খোলা জায়গায় বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা বাতিল,
বিবাহ-সামাজিক সমাবেশের ওপর নিষেধাজ্ঞা (স্বাস্থ্যবিধি অনুসরণ করে) এবং সমস্ত ফ্লাইটের জন্য বিমানবন্দর চালু ও ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
গতকাল সোমবার (১৮ অক্টোবর) দেশটির মন্ত্রীপরিষদের সাপ্তাহিক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে করোনা পরিস্থিতি বাড়তে থাকায় কুয়েত সর্বপ্রথম দেশ হিসেবে মসজিদে জামাত নিষিদ্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মসজিদে তিন ফিট দূরত্ব বজায় রেখে নামাজের অনুমতি দেওয়া হয়।
দীর্ঘ দেড় বছর পর সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করে কুয়েত সিভিল এভিয়েশন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুয়েত দ্বিতীয় অবস্থানে রয়েছে।
একদিকে যেমন আক্রান্তের হার কমেছে অন্যদিকে মৃত্যুর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে মাত্র ৩৫ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post