দেশে মহামারী করোনা সংক্রমণ কমায় প্রবাসীকর্মীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীর সংখ্যা বাড়ছে। ফলে গত মাসের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে এয়ারপোর্টে যাত্রীদের চাপ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৪ বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন সাত হাজারের বেশি মানুষ। যেখানে মাসখানেক আগেও এই বিমানবন্দরে গড়ে প্রতিদিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার যাত্রী আসতেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীর সংখ্যা বাড়ছে
যাত্রীর সংখ্যা বাড়ার কারণ হিসেবে দেখা গেছে, করোনার ঊর্ধ্বমুখী সময় দেশে ফিরলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হতো। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকেই বিশেষ করে প্রবাসীকর্মীরা ছুটি কাটাতে দেশে ফিরতে পারতেন না। বর্তমানে এসব যাত্রীরা হোম কোয়ারেন্টাইনে যেতে পারছেন।
তবে তাদের দুই ডোজ টিকা নিয়ে আসতে হচ্ছে। এ কারণে বাড়ছে যাত্রী সংখ্যা। বিমানবন্দরের হেলথ ডেস্ক সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মোট ৪১টি ফ্লাইটে সাত হাজার ৩৪ জন দেশে ফেরেন। তাদের মধ্যে মাত্র ১৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post