রমজানের তৃতীয় সপ্তাহে ওমানের “ফাক কুর্বার” উদ্যোগে শতাধিক বন্দিকে মুক্তি দিয়েছে ওমান সরকার। কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “ফাক কুর্বার রমজানের তৃতীয় সপ্তাহে বন্দিরে মুক্তির জন্য আর্থিক দাবি তোলেন সরকারের নিকট। বর্তমানে ১৯৫ টি মামলার জন্য এই দাবি তোলা হয়। এখন পর্যন্ত বিভিন্ন মেয়াদে ৪৮৬ জন বন্দিকে মুক্তির উদ্যোগ নিয়েছে ফাক কুর্বা।”
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা যেভাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন
নতুন মুক্তিপ্রাপ্ত বন্দীরা হলেন : মাস্কাটে ৭৭ জন, ধোফার ৩৮ জন, আল দাখিলিয়াহ প্রদেশে ১৮ জন, দক্ষিণ আল শারকিয়ায় ১৭ জন, দক্ষিণ আল বাতিনাহ ১৬ জন, উত্তর আল বাতিনায় ১২ জন, উত্তর আল শারকিয়াহ প্রদেশে ৫ জন, আল দাহিরাতে ৪ জন। সর্বশেষ বুড়াইমি ও আল উস্তা প্রদেশে ২জন করে ৪ জন।তবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে কোনো বাংলাদেশী প্রবাসী রয়েছে কিনা, এব্যাপারে কিছু জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post