আর মাত্র তিনদিন। তারপরই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ নিয়ে দর্শকদের আগ্রহ-উদ্দীপনার কমতি নেই। দর্শকদের সেই আগ্রহের কথা মাথায় রেখেই এবার বিশেষ আয়োজন রাখছে ওমানের শীর্ষ বাংলা অনলাইন নিউজপোর্টাল প্রবাস টাইম।
বিশ্বকাপ ক্রিকেটের আরো বাড়িয়ে তুলতে প্রবাস টাইম পাঠকদের জন্য আল-সাফার ট্রাভেলস এর সৌজন্যে একটি অনলাইন কুইজের আয়োজন করা হয়েছে। ৩ দিনের জন্য থাকছে মোট একশো কুইজ। সর্বোচ্চ সঠিক উত্তরদাতা ৬ জনের থাকবে ওমানের গ্যালারিতে বসে বাংলাদেশ ওমান ম্যাচের খেলা দেখার সুযোগ! ১৩ অক্টোবর থেকে শুরু হয়ে কুইজটি চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
কুইজে অংশগ্রহণের নিয়মাবলী
বিশ্বকাপ টি২০ সাধারণ জ্ঞানের ‘টি-২০ কুইজ’ প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত। কুইজে অংশগ্রহণ লিংক: https://www.probashtime.net/t-20/?fbclid=IwAR1hJ5MCufBc665Z6mI0Eg3jKLS7HIQ68Y49zJqhYz7DMimiIHfzcCwNK14
প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন থাকবে। যে অপশনটি সঠিক মনে হয়, সেই অপশনের ওপর ক্লিক করে উত্তর দিতে হবে।
একজন প্রতিযোগীকে একবার নিবন্ধন করলেই হবে।
একটি আইডি দিয়ে কুইজে একবারই অংশগ্রহণ করতে পারবেন।
প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। যা বিজয়ীদের ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট কপির সঙ্গে যাচাই করা হবে।
ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে বিজয়ী হিসেবে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
কুইজের উত্তর দেওয়ার সময় পাবেন ৪০ মিনিট।
একাধিক প্রতিযোগী সমান সংখ্যক প্রশ্নের উত্তর দিলে তাদের মধ্য হতে লটারি করা হবে।
আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১২টায় সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সেরা ৬ জনকে নির্বাচিত করা হবে।
বিজয়ীদের তালিকা একইসঙ্গে ওয়েবসাইটে ও প্রবাস টাইম ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।
বিজয়ী ৬ জনকে ৬টি আলাদা আলাদা টিকিট দেওয়া হবে। প্রতিটি টিকেটে ২টি ম্যাচ খেলা দেখার সুযোগ পাওয়া যাবে।
*প্রতিযোগিতার পরিচালনা, ফলাফল ও পুরস্কার সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
শর্তাবলী:
* প্রতিদিন যত খুশি ততবার কুইজের উত্তর দিতে পারবেন।
* হোয়াটসঅ্যাপে এসএমএস’র মাধ্যমে বিজয়ীকে জানানো হবে। এছাড়া তার নাম ও ছবি প্রবাস টাইম ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
* প্রবাস টাইম, প্রবাসীর ট্যাক্সি ও আল সাফার ট্রাভেলস এর সঙ্গে সম্পৃক্ত কেউ কুইজে অংশ নিতে পারবেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post