টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ৬ বল হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৮ রান তুলে নেয় দলটি। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন অভিষ্কা ফার্নান্ডো। টাইগারদের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন সৌম্য সরকার।
এর আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৪৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। আবুধাবির টলারেন্স ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলপতি লিটন দাস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে পারে টাইগাররা।
এদিন দারুণ শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ। কিন্তু ৩টি চারের সাহায্যে ১৬ রান করে সাজঘরে ফিরে যান লিটন। পরে নাইম শেখও ১১ রান করে আউট হয়ে যান। এরপর মুশফিক ও সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক।
এদিকে প্রস্তুতি ম্যাচের হার নিয়ে চিন্তিত নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মঙ্গলবার রাতে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে খুব একটা চিন্তিত নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বুধবার দুপুরে গণোমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক বলেন, ‘প্রস্তুতি ম্যাচে এমন হতেই পারে। এখানে অনেক কিছু দেখা হয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নিয়ে সবাইকে পর্যবেক্ষণ করা হয় যে কীভাবে সবাই তৈরি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্র্যাকটিস ম্যাচগুলো ভিন্ন উইকেটে খেলা হচ্ছে। ওমানে এক ধরনের উইকেটে খেলেছে, আবুধাবিতে আরেক ধরনের উইকেট। যেহেতু বিশ্বকাপের খেলা এই সমস্ত ভেন্যুতে আছে, সে হিসেবে আমি মনে করি যে ১৫ তারিখের মধ্যে টিম খুব ভালো একটা শেপে চলে আসবে এবং ১৭ তারিখ থেকে আমাদের মিশনটা ভালোভাবে শুরু করতে পারবো।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post