মানবপাচার আইনে হয়রানি বন্ধে সরকারের হস্তক্ষেপ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বায়রার সাবেক নেতারা। গতকাল রবিবার (১০ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে সাক্ষাৎ করে মানব পাচার আইন সংশোধনের দাবিতে স্মারকলিপি দেন তারা।
এ সময় বায়রার সদ্য সাবেক সভাপতি বেনজীর আহমেদ, সাবেক সভাপতি আবুল বাসার, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং সাবেক অর্থ সচিব ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মানবপাচার আইনের হয়রানি থেকে বৈধ রিক্রুটিং এজেন্সিকে হয়রানি না করার বিষয়ে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং অনতিবিলম্বে অনুষ্ঠিত হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
এর আগে মানবপাচার আইনের কালো ধারা সংশোধনের দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে রিক্রুটিং এজেন্সির মালিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেন রিক্রুটিং এজেন্সির মালিকরা।
চলতি মাসের মধ্যে সংশ্লিষ্টদের কাছ থেকে মানবপাচার আইনে রিক্রুটিং এজেন্সি মালিক এবং কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি বন্ধের আশ্বাস না পাওয়া গেলে নভেম্বর থেকে বিদেশে কর্মী পাঠানো বন্ধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারিও দেওয়া হয় মানববন্ধন থেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post