টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাহমুদউল্লাহ বাহিনী এখন সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে সোমবার (১১ অক্টোবর) পুরোদমে অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ।
জানা গেছে, এদিন বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুশীলন করবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
এর আগে গতকাল রোববার (১০ অক্টোবর) রাতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে আমিরাতে নামে টাইগাররা। যদিও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার আবুধাবিতে যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহদের।
কিন্তু সফরসঙ্গী শ্রীলঙ্কা ও ওমানের সূচি জটিলতায় একদিন পিছিয়ে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় রওনা দেয় টাইগাররা। ১২ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ডমিঙ্গোর শিষ্যরা। আর ১৪ অক্টোবর তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ অক্টোবর আবারও ওমানে ফিরবে বাংলাদেশ দল। ১৭ অক্টোবর থেকে শুরু টাইগারদের বিশ্বকাপ বাছাই মিশন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post