ওমানে ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত সকল ঋণ গ্রহীতাদের আগামী তিন মাসের গৃহঋণের কিস্তি স্থগিত করেছে ওমান হাউজিং ব্যাংক (ওএইচবি)। এক বিবৃতিতে ওএইচবি জানিয়েছে, “অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের সকল ঋণ গ্রহীতাদের থেকে কোনো কিস্তি নেওয়া হবে না। ঋণ গ্রহীতারা তাদের নির্দিষ্ট শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ওএইচবি।
এদিকে ওমানে ঘূর্ণিঝড় শাহীনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল দেশটির উত্তর আল বাতিনাহ ও ধোফার প্রদেশে পরিষ্কার পরিচ্ছন্নে কাজ শুরু করা হয়েছে। ধোফার পৌরসভা জানিয়েছে, “ঘূর্ণিঝড় শাহীনে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারী বাহিনীর পাশাপাশি নাগরিকরাও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে।
ধোফার পৌরসভা ছাড়াও দেশটির আল খাবুরা এবং সুইক এলাকায় যৌথভাবে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করেছে। এতে বাংলাদেশী প্রবাসীরাও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।
পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিতে দেশটির সশস্ত্র বাহিনী এবং মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় একটি নতুন প্রকৌশল কমিটি গঠন করার কথা জানিয়েছে ওমানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। যাদের মাধ্যমে অতিদ্রুত ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত হওয়া সকল রাস্তা দ্রুত মেরামত করা হবে।
সুলতান বিন সালিম আল হাবসিকে ঘূর্ণিঝড় শাহীনের কারণে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় শাহীনে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় দ্রুত কাজ শুরু করেছে ওমানের বিভিন্ন বিদ্যুৎ কোম্পানিগুলো।
কোম্পানি জানিয়েছে, দেশের সকল বৈদ্যুতিক লাইনের ত্রুটি মেরামত ও প্রতিস্থাপন করার খরচ বহন করবে তারা।” জাতীয় কমিটি জানিয়েছে, “দেশের সকল বৈদ্যুতিক নেটওয়ার্কের ক্ষয়ক্ষতি মেরামত করার লক্ষ্যে এই মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি যৌথ কমিটি গঠন করেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত দেশের সকল বৈদ্যুতিক লাইন ঠিক করা হবে।
এদিকে, দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ) জানিয়েছে, “উত্তর আল বাতিনাহ প্রদেশের দুইজন নিখোঁজ ব্যক্তির সন্ধান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এই কাজে সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স অথরিটির সার্চ টিম, পুলিশ কমান্ডের ফিল্ড টিম ছাড়াও আধুনিক কৌশল এবং মোবাইল সার্চ ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় শাহীনে প্রদেশটিতে এখনো দুই জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
এ ছাড়াও ওমানের বিভিন্ন অঞ্চলে এখনো অনেক বাংলাদেশী প্রবাসী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশে থাকা তাদের পরিবারের লোকজন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post