চিংড়ি মাছ ধরার আইন ভঙ্গ করার দায়ে ২৬ প্রবাসীকে আটক করে কারাগারে পাঠিয়েছে ওমানের কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। সেইসাথে তাদের ওমানের ভিসা বাতিল করে আজীবনের জন্য ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছি, “মাহুত থানার সহযোগিতায় মেরিন লাইভ ওয়েলথ আইন লঙ্ঘন করার অভিযোগে ২৬ প্রবাসীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তাদের দ্রুত দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হবে।”
এদিকে, অবৈধভাবে ওমানে তামাক বিক্রির অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ)। আজ এক বিবৃতিতে সিপিএ জানিয়েছে,
“অনেকদিন ধরে জালান বানি বু হাসানে এক ব্যক্তি ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করে তামাক বিক্রয় করে আসছিলো। দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের ভোক্তা সুরক্ষা বিভাগ সেই প্রবাসীকে আটক করে। আটককৃত ব্যক্তির থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ তামাক জব্দ করে কর্তৃপক্ষ।”
এছাড়াও অপর এক ঘটনায় মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগ চার প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। দক্ষিণ আল বাতিনা অঞ্চলের সাইকোট্রপিক বিভাগের সহযোগিতায় কোস্ট গার্ড পুলিশ এই চার চোরাচালানকারীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করে পুলিশ। তবে আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post