আজ (শুক্রবার) গা গরম ম্যাচে ওমান ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এ ম্যাচে ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি সেজেছে লাল-সবুজের সাজে। যেখানে টস হেরে আগে ব্যাট করে টাইগাররা। নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর বোর্ডে রান পাহাড় গড়েছে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ২০৭ রান। ব্যাটারদের পর এবার ম্যাচ প্রস্তুতিতে বোলারদের স্কিল ঝালিয়ে নেওয়ার পালা।
হোক সেটা প্রস্তুতি ম্যাচ। জয় সব সময়ই অনুপ্রেরণার। প্রতিপক্ষ ছিল ওমান ‘এ’ দল। এই দলটির বিপক্ষে ২০৭ রান করার পর বাংলাদেশ জয় পেয়েছে ৬০ রানের ব্যবধানে। মূলতঃ বোলারদের নৈপূণ্যে বড় জয় সম্ভব হলো। প্রায় প্রতিজন বোলাররেই দারুণ ভূমিকা ছিল এই জয়ে।
বাংলাদেশের করা ২০৭ রানের জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যয় স্বাগতিক ওমানের। নাসুম আহমেদ আর শেখ মেহেদির ঘূর্ণিতে ফিরে যায় দুই ওপেনর অক্ষয় প্যাটেল এবং প্রুত্থিকুমার মাচ্চি। ওয়ান ডাউনে নামা শোয়াইব খান মেটামুটি প্রতিরোধ গড়েন। ৩৯ বলে তিনি খেলেন ৪৩ রানের ইনিংস।
ব্যাট করতে নেমে ওমান ‘এ’ দলে বিপক্ষে শুরু থেকে আগ্রাসী লিটন ও নাঈম। ইনিংসের প্রথম ওভার থেকে দুজন তোলেন ৯ রান। পাওয়ার-প্লের ৬ ওভারে জমা করে ৪৮ রান। যদিও ব্যক্তিগত ২২ রানের মাথায় ক্যাচ তুলেছিলেন লিটন, সেটিকে তালুবন্দি করতে পারেননি পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার।
সেই সুযোগ পরে কাজে লাগিয়েছেন লিটন। ৩২ বলে ফিফটি তুলে নেন তিনি। যদিও নিজের ইনিংসটি আর টানতে পারেননি। ৩৩ বলে ৫৩ রান করে আউট হন। যেখানে ৬টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন লিটন।
খানিক পর ব্যক্তিগত অর্ধশতকের স্বাদ পান নাঈম শেখ। তিনি একপ্রান্তে আগলে রেখে খেললেও সৌম্য সরকার (৮) মুশফিকুর রহিম (০), আফিফ হোসেনরা (৬) সুবিধা করতে পারেননি। পরে সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে ব্যক্তিগত ৬৩ রানের সময় স্বেচ্ছায় অবসরে যান নাঈম। ৫৩ বলের ইনিংসটি সাজান ৩টি চার ২টি ছয়ের সাহায্যে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি যেমন হওয়া উচিত, ঠিক তেমনই হয়েছে নুরুল হাসান সোহানের। অবশ্য তার আগে দারুণ দুটি অর্ধশতক হাঁকান দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। তাতেই পাহাড় সমান সংগ্রহ বাংলাদেশের। টাইগারদের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় অনেকদূরেই থেমেছে ওমান এ দল। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬১ রানের বড় জয় পেয়েছে সফরকারীরা।
আজ শুক্রবার রাতে ওমানের আল আমিরাত স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে স্বাগতিকরা। বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভাল হয়নি ওমানের।
ইনিংসের তৃতীয় বলে ওপেনার অক্ষয় প্যাটেলকে সাজঘরে পাঠান নাসুম আহমেদ। পরের ওভারে প্রুথবি কুমারকে ফেরান শেখ মেহেদী হাসান। তৃতীয় উইকেটের জুটিতে ২২ রান তোলে ওমান। দলীয় ৩২ রানের মাথায় খালিদ কাইলকে সাজঘরে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম।
দশম ওভারের শেষ বলে অধিনায়ক আমির কলিমকে মেহেদী হাসানের ক্যাচবন্দী করান আফিফ হোসেন। ১৪ বলে মাত্র ৭ করে ফেরেন স্বাগতিক এই ব্যাটসম্যান। ১৪তম ওভারের তৃতীয় বলে মাথায় ৪৩ করা শোয়েব খানকে রানআউটে ফেরান মুশফিকুর রহিম। ওই ওভারের পঞ্চম বলে খুররাম খানকে সাজঘরে ফেরান সাইফউদ্দিন।
দলীয় ১০৩ রানের মাথায় শরিফুলের শিকার হন মেহরান খান। ১০ বলে দুই ছয়ে ১৯ রান করে মেহেদীর তালুবন্দী হন তিনি। নিজের পরের ওভারে রউফ আতাউল্লাহকে তৃতীয় শিকার বানান শরিফুল। শেষ ওভারে এক রান দিয়ে নতুন ব্যাটসম্যান রফিকুউল্লাহকে ফেরান সাইফউদ্দিন। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৭ করে ওমান এ দল।
এর আগে, শুরুতে ব্যাট করতে আসেন দুই টাইগার ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। দুইজনের ১০২ রানের বিশাল জুটি ভাঙেন সময় শ্রীভাস্তভা। ৫৩ রান করা লিটনকে কট এন্ড বোল্ড করে ফেরান তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে তেমন সুবিধা করতে পারেননি সৌম্য সরকার।
মাত্র ৬ রান করা এই ব্যাটসম্যানকেও ফেরান শ্রীভাস্তভা। ১৫তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ধ্রুবকে সাজঘরে ফেরান আমির কালিম। ৫৩ বলে ৬৩ রানের ইনিংস খেলে সতীর্থদের সুযোগ করে দিতে মাঠ ছাড়েন ওপেনার নাঈম।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চার-ছক্কার উন্মাদনা দেখা যাবে ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্ম র্যাবিটহোল এবং বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টিভিতে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টসেও দেখা যাবে বিশ্বকাপের খেলা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল টিভি ব্রডকাস্টার গাজী টিভি এবং অফিসিয়াল ডিজিটাল ব্রডকাস্টার র্যাবিটহোল। দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম মিডিয়া র্যাবিটহোলে বিশ্বকাপের সব খেলা দেখা যাবে এই ওয়েবসাইটে— www.rabbitholebd.com।
বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শুরু হবে ১৭ অক্টোবর। গ্রুপ পর্ব শেষে সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২৩ অক্টোবর। সুপার টুয়েলভের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। সেমির লড়াই শুরু হবে ১০ নভেম্বর। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ১৪ নভেম্বর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post