জার্মানি থেকে অবৈধ ৮ শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানান, জার্মানি ও ইইউর চাপের মুখে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের কারণেই তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও দেশের ভাবমূর্তি সংকটে পড়েছে বলে মনে করছেন অনেকেই। তবে সম্পর্কে ভাঙন নয় বরং দুদেশের মধ্যে চলমান সম্পর্ক আরও জোরদার করতেই এ কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
দালালদের খপ্পরে পড়ে জার্মানিতে অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের দায়ে দেশটির অভিবাসনবিরোধী কর্তৃপক্ষের ধরপাকড়ে বাংলাদেশি আটক হওয়ায় এই সংকট শুরু হয়েছে। রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ জার্মান প্রশাসনের চাপে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো বিকল্প ছিল না।
আগামী২৬ অক্টোবর অর্ধশত অভিবাসনে ব্যর্থ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। রাষ্ট্রদূত আরো বলেন, এ জন্য যাত্রাপথে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন জার্মানির ১৫০ জনের বিশেষ বাহিনী বাংলাদেশ দূতাবাসে ভিসার আবেদন করেছেন। অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post