ওমানে স্বরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গতকাল বুধবার দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল খাবুরাতে এই ত্রাণ বিতরণ করা হয়। দূতাবাসের শ্রম কাউন্সিলর মোঃ হুমায়ূন কবির সহ দূতাবাসের একটি টিম সরেজমিনে প্রবাসীদের খোঁজখবর নেন।
এ সময় দূতাবাসের পক্ষথেকে প্রবাসীদের মাঝে শুকনো খাবার দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য সমবেদনা জানানো হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে খাবুরা ছাড়াও আল সুইক ও বিদায়া অঞ্চলের প্রবাসীদেরও খোঁজখবর নেন দূতাবাসের কর্মকর্তারা।
তবে দূতাবাসের ত্রাণ পেয়ে খুশির পরিবর্তে তীব্র সমালোচনা করেছেন প্রবাসীরা। গতকাল দূতাবাসের পক্ষথেকে দেওয়া ত্রাণ পেয়ে বেশ কয়েকজন প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, দূতাবাসের পক্ষথেকে যে ত্রাণ দেওয়া হয়েছে, তা দিয়ে এক বেলা খেয়েও বেঁচে থাকার মতো নয়।
উল্লেখ্য: গত ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় শাহীনের তান্ডবে লণ্ডভণ্ড ওমান। মরুভূমির দেশটি এখন বন্যাকবলিত একটি দেশে পরিণত হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে চলছে উদ্ধার কার্যক্রম। ঘূর্ণিঝড়ের পর থেকে আজ ৪ দিন যাবত অনেক প্রবাসী সহ ওমানি নাগরিকের খোঁজ মিলছেনা।
নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে ওমান সরকার। আজও এক জনের মৃতদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত সরকারিভাবে মৃত এবং ক্ষয়ক্ষতির পরিসংখ্যান না প্রকাশ করলেও দেশটির বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ওমানের জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিটি। ভয়ংকর এই ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা না বাড়লেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post