করোনা নিয়ন্ত্রণে বেশ সফলতা দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে ক্রমান্বয়ে কমছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। বুধবার (৬-অক্টোবর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২৯ জন এবং সুস্থ রোগীর সংখ্যাও ২৯ জন।
বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৪ শতাংশে। করোনা রোগিমুক্ত হচ্ছে দেশটির অধিকাংশ হাঁসপাতাল। নতুন ভর্তি রোগীর সংখ্যাও কমেছে অনেক। আর মাত্র ১.৬ শতাংশ রোগী সুস্থ হলেই শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে দেশটির করোনা।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী আজ নতুন মৃতের সংখ্যা ১ জন এবং গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৩ জন। বর্তমানে আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ২৫ জন।
বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৮৯৫ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ১৪৮ জন। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১০১ জন। দেশটিতে বর্তমানে হাঁসপাতালে নতুন ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও নিম্নমুখী রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় শাহিনের পর গতকাল থেকে দেশটির বিভিন্ন প্রদেশে ফের শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। আজও দেশটির বেশকিছু অঞ্চলে প্রবাসীরা টিকা নিয়েছেন। একদিকে যেমনি চলছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত, অপরদিকে সমানতালে চলছে ভ্যাকসিন কার্যক্রম। দেশটির এই দুর্যোগে সকলের অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য প্রবাস টাইমের পক্ষথেকে বিশেষ অনুরোধ জানানো হইলো।
এদিকে, চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৭ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৮ হাজার।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া-ব্রাজিল-মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ কোটি ৬৫ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ লাখ ৩০ হাজার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post