প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুতেই যেন রেহাই মিলছে না। ঘূর্ণিঝড় গুলাবের রেশ কাটতে না কাটতেই এবার উত্তর আরব সাগরে উৎপত্তি হয়েছে আরেক ঘূর্ণিঝড় ‘শাহিন’। আজ (২-অক্টোবর) ওমানের আবহাওয়া অধিদফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় ‘শাহিন বর্তমানে মাস্কাট থেকে প্রায় ৫০০ কিমি দূরে অবস্থান করছে।
এর প্রভাবে আরব সাগরের পানি ৫ থেকে ১২ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ওমান আবহাওয়া অফিস। দেশটির দক্ষিণ ও উত্তর আশ শারকিয়াহ, মাস্কাট, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, আল দাখিলিয়াহ, আল দাহীরাহ, আল বুরাইমি এবং মুসান্দাম অঞ্চলে এর ব্যাপক প্রভাব পরবে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসাথে ২০০ থেকে ৬০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে ওমানের বেশকিছু অঞ্চলে ৩০ থেকে ৮০ কিমি গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এক বিবৃতিতে ওমান সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, ঘূর্ণিঝড় শাহিন বর্তমানে মাস্কাট থেকে দিক পরিবর্তন করে উত্তর আল বাতিনাহ প্রদেশের উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি আগামীকাল রবিবার (৩-অক্টোবর) সকালে মাস্কাট থেকে উত্তর আল বাতিনা পর্যন্ত উপকূলীয় অঞ্চলে সরাসরি প্রভাব ফেলবে বলে ধারণা করছে ওমান সিভিল এভিয়েশন অথোরিটি।
এ সময় ২০০ থেকে ৬০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝড়ের কারণে উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, মাস্কাট, আল দাহীরা, আল বুরাইমি এবং আল দখিলিয়াহ, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়াহ এবং মুসান্দাম অঞ্চলের উপকূলীয় অঞ্চলে সাগরের অবস্থা খুবই ভয়াবহ হবে।
এ সময় নিচু এলাকা এবং ওয়াদি পারাপার না হতে সবাইকে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেইসাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাছ ধরার জন্য জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়। আর এর প্রভাবে আগামী তিনদিন ভারতের সাত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দেশটির আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, গুলাব থেকেই সৃষ্ট হয়েছে শাহিনের। ইতিমধ্যেই গত ২৬ সেপ্টেম্বর ওড়িশা ও অন্ধ্র প্রদেশ উপকূলে তাণ্ডব চালিয়েছে গুলাব। তিন জন মারাও গেছেন এই দুর্যোগে।
আর তাই এবার ঘূর্ণিঝড় শাহিনের আগে সতর্কতা (রেইন এলার্ট) জারি করা হয়েছে ভারতের কেরল, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গে। আগামী তিন দিন শাহিনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হবে ঐ সাত রাজ্যে। আজ শনিবার সকাল থেকেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে শাহিন। তারপর ক্রমশ উত্তর আরব সাগর থেকে পাকিস্তান হয়ে ইরান উপকূলের দিকে সরবে এই ঘূর্ণিঝড়টি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post