ওমানে করোনা প্রতিরোধে দেশটির বিভিন্ন কমিউনিটি সেন্টার ও হোটেল পরিচালনার নতুন নির্দেশিকা জারি করেছে দেশটির সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি)। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত কমিউনিটি হল এবং হোটেলে কোনো ইভেন্ট পরিচালনায় করার জন্য কমপক্ষে ৭২ ঘন্টা আগে সংশ্লিষ্ট পৌরসভাকে জানাতে হবে।
এ ছাড়াও এখন থেকে দেশটির লাইসেন্সপ্রাপ্ত কমিউনিটি সেন্টার ও হোটেলে ইভেন্ট পরিচালনার জন্য আয়োজকদের বেশকিছু নিয়ম মেনে চলতে হবে। যার মধ্যে রয়েছে:
১. ইভেন্ট করার জন্য পৌরসভা থেকে একটি অঙ্গীকারনামা ফর্ম পূরণ করতে হবে। যেখানে উভয় পক্ষের স্বাক্ষর বাধ্যতামূলক।
২. ভ্যাকসিনবিহীন কর্মচারী ও দর্শনার্থীদের প্রবেশে অনুমতি দেওয়া যাবে না।
৩. ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে ৭২ ঘন্টা আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (পৌরসভা) অবহিত করতে হবে।
৪. প্রবেশ পথে করোনা নির্দেশক বোর্ড লাগাতে হবে। একইসাথে উপস্থিতিদের মধ্যে কেউ করোনা আক্রান্ত হলে তার দায়ভার প্রতিষ্ঠানের নিতে হবে।
৫. সকলকে শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।
৬. কর্মী বা দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের সঠিক সময় রেকর্ড রাখতে হবে। সকল ব্যক্তি ভ্যাকসিন গ্রহণ করেছেন তা নিশ্চিত করতে হবে।
৭. শ্রমিক বা গ্রাহকদের জন্য স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে।
৮. কোয়ারান্টাইনের নিয়ম সঠিকভাবে মেনে চলতে হবে।
৯. হলরুম বা হোটেল সম্পূর্ণ পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।
গ্রাহক বা দর্শনার্থীদের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে:
১. স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে।
২. সকল দর্শনার্থীদের তাপমাত্রা মেপে প্রবেশ করতে হবে।
৩. সকল দর্শনার্থীদের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post